নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তবাদী ফোরামের পৃষ্ঠপোষক মরহুম গোলাম মাওলার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তাঁর স্বরণে ফোরামের কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃ) নুরুল আমিন। ফোরামের সভাপতি মনজুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরফু উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন মোহাম্মদ আলমগীর, ২নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, ফোরামের অর্থ সম্পাদক গোলাম মাওলা বাবলু, নাজমুল হক সোহাগ, শওকত আকবর সোহাগ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ মোঃ ফোরকান উদ্দীন, ফোরামের দপ্তর সম্পাদক আলা উদ্দীন আলো, চট্টগ্রাম মেট্টোপলিটন কর্মাস কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ,সোহেল প্রমুখ। মিলাদ পরিচালনা করেন ফোরামের সদস্য মাওলান মোঃ জাহেদ হোসেন
