চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তিতে ১ম স্থান অর্জন করলো মিরসরাইয়ের মুসলিম


নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ট্যালেন্টপুল বৃত্তিতে ১ম স্থান অর্জন করলো মিরসরাইয়ের মুসলিম উদ্দিন। তিনি মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালি ইউনিয়নের চরশরত গ্রামের মৃত সায়েদ আহমদের পুত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার ১৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তির জন্য মনোনীত হয়, তাদের মধ্যে মুসলিম উদ্দিন ১ম স্থান অর্জন করেন। তিনি আবুতোরাব ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম-এ জিপিএ-৫ অর্জন করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেন। বিশ্ববিদ্যালয় পড়ালেখার পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ড, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বই, খাতা, কলমও পড়ালেখার খরচ জোগাড় করে দিয়ে আসছেন।

মুসলিম উদ্দিন জানান, আমি আমার এলাকার সর্বপ্রথম চান্স পাওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই পর্যন্ত আসা র পিছনে অনেক যুদ্ধ সংগ্রাম করতে হয়েছে। খুব সাধারণ ঘরের একটা ছেলে আমি। হাজারো প্রতিবন্ধকতাকে জয় করে অগণিত মানুষের প্রেরণা ও ভালোবাসায়, মা নামক (জান্নাত) শব্দটির স্পেশাল দোয়ার বরকতে এই পর্যন্ত এসেছি। পুরো বিশ্ববিদ্যালয়ে এবার সর্বমোট ১৮ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, সেখানে আমি ১ম স্থান অর্জন করেছি। আমার এই অর্জন, সফলতাকে স্বীকৃতি দেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার বিভাগে সব বর্ষে ১ম শ্রেনীতে ১ম স্থান অর্জন করে আসছি। আমি সকলের নিকট দোয়া প্রার্থী।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*