নিজস্ব প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের জন্য ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) সহকারী রির্টানিং কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালসূত্রে জানা যায়, মিরসরাই আসনে মনোনয় জমা দেওয়ার শেষ দিন মনোনয়ন জমা দেন বাংলাদেশ আওয়ামীলীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। বিকল্প প্রার্থী কামাল উদ্দিন আহাম্মেদ, মোঃ মনিরুল ইসলাম, বিএনপির স্বতন্ত্র শহীদুল ইসলাম চৌধুরী, ইসালামিক ফ্রন্ট বাংলাদেশ আব্দুল মন্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ সামসুদ্দীন, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, গণ ফেরামের প্রার্থী নুর উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, মোহাম্মদ মোশাররফ হোছাইন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামীলীগ ও বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।