নিজস্ব প্রতিনিধি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি থেকে অন্যতম মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ। বর্তমানে তিনি দেশে অবস্থান করে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। পাশাপাশি মনোনয়ন লাভের আশায় দলের হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।
জানা গেছে, পারভেজ সাজ্জাদ যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দলের হাইকমান্ড বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। এছাড়া মিরসরাই বিএনপি গ্রুপিং থাকার কারণে তিনি মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্র এস্টেট বিএনপির সভাপতি পারভেজ সাজ্জাদ বলেন, তারেক রহমানের গ্রীণ সিগনাল নিয়ে দেশে এসে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আমি যুক্তরাষ্ট্রে থাকলেও মিরসরাই বিএনপির দূর্দিনে দলীয় নেতা-কর্মীদের পাশে ছিলাম। যুক্তরাষ্ট্র বিএনপি সহ দলীয় বিভিন্ন কর্মসূচি ও সরকার বিরোধী সকল আন্দোলনে আমার অবদান রয়েছে। আমি আশা করি দল সেসব কাজরে মূল্যায়ন করলে অবশ্যই আমাকে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
পারভেজ সাজ্জাদের বাড়ি মিরসরাই উপজেলার ৫ নং ওছমানপুর ইউনিয়নে। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সাথে জড়িত রয়েছেন।