চালক ও সহকারী মাদকাসক্ত হওয়ার কারণে নিজামপুরে সাধুরবাজার ব্যবসায়ীদের পিকনিক বাস দুর্ঘটনার কবলে

বিশেষ প্রতিনিধি…
মিরসরাই উপজেলার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকার রিদোয়ান ফিলিং ষ্টেশনের সামনে সাধুরবাজার ব্যবসায়ীদের পিকনিক বাস দুর্ঘটনার নেপথ্যে চালক ও সহকারীর বিরুদ্ধে মাদকাসক্ততার অভিযোগ উঠেছে।
শনিবার রাতে পিকনিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে আহত হয় ৩৬ জন। আহতরা উপজেলার ১০ নম্বর মিঠানালা ও ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী সাধুরবাজার ব্যবসায়ী সমিতির সদস্যর।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার সময় সাধুরবাজার থেকে কক্সবাজারের উদ্দেশ্যে একটি চয়েস বাসযোগে সাধুরবাজারের ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরাসহ ৪৫ জন রওয়ানা দেয়। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় রিদোয়ান ফিলিং ষ্টেশনের সামনে দ্রুত ও বেপরোয়া গতিতে আরেকটি লরিকে অতিক্রম করার সময় ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের উপর উল্টে যায়। এসময় বাসের ৪৫ জন যাত্রীর মধ্যে আহত হয় ৩৬ জন। আহতরা হলো ডা. পিন্টু কুমার নাথ (৩৫), নিজাম উদ্দিন (৪৩), হকসাব (৩২), রেজাউল করিম (২৬), নুরুন্নবী, ওসমান, মামুন (৪৫), জাহাঙ্গীর আলম (৪২), উত্তম নাথ (৪৯), মহি উদ্দিন, নয়ন দেবনাথ (২৪), শরিফ উদ্দিন, মোজাম্মেল হক, ওহীদুর নবী (৪১), নুর আলম, আনিস মোর্শেদ (২৯), আবুল বশর (৫২), রুবেল (২৩), জাহাঙ্গীর আলম (৬০), জহির আলম (৩৫), জোবায়েদ, শরিয়ত উল্লাহ, নিজাম উদ্দিন, শহীদ মিস্ত্রী, সাইফুল ইসলাম, ডা. সত্যজিত চৌধুরী (৩৮), রেজাউল করিম, তন্ময় দেবনাথ (১৪), নাজিম উদ্দিন, সবুজ, মফিজ মিস্ত্রী, নাসির উদ্দিন (২২), আলা উদ্দিন, নাঈম হোসেন, আমজাদ হোসেন টিপু (২৬), মাসুদ (২২)। আহতদের উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ব্যবসায়ী নাজিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই বাস চালকও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে একাধিক ব্যবসায়ীর অভিযোগ, বাস চালক ও সহকারী মাদকাসক্ত ছিল।
দুর্ঘটনায় আহত সাধুরবাজারের ব্যবসায়ী আনিছ মোর্শেদ জানান, সাধুরবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাধুরবাজার থেকে কক্সবাজার পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে একটি চয়েস বাস নিয়ে আমরা শনিবার দিবাগত রাত ১২ টায় রওয়ানা হই। আমাদের বহনকারী চয়েস বাসটি রাত সাড়ে বারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় রেদোয়ান ফিলিং স্টেশনের বিপরীত পাশে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে মহাসড়কের মধ্যে ছিটকে পড়ে। এসময় আমাদের গাড়ি থাকা শিশু, মহিলা, ব্যবসায়ীসহ ৩৬ জন যাত্রী গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আহতদের স্থানীয়দের সহায়তায় প্রথমে মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ব্যবসায়ী নাজিম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠানো হয়েছে। বাকীদের মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, বাসটির চালক ও সহকারীরা ঘটনার পরপর পালিয়ে যায়। তারা মাদকাসক্ত ছিল।
সাধুরবাজার বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তফা জানান, ‘আমি চট্টগ্রাম থেকে বাসে উঠার কথা ছিল। তবে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. আমির হোসেন ওই বাসে ছিল। তিনি এবং একাধিক ব্যবসায়ী আমাকে অবহিত করেন বাসের চালক ও সহকারী মাদকাসক্ত ছিল। সাধুরবাজার থেকে বাস ছাড়ার পর বড়তাকিয়া এলাকায়ও একবার বাসটি খাদে ফেলে দেওয়ার উপক্রম হয়েছিল।’
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*