জামিন পেলেন মিরসরাইয়ের ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত


নিজস্ব প্রতিনিধি
অবশেষে জামিন পেয়েছেন মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত। মঙ্গলবার ( ২০ জুন) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল-২ আদালতের বিচারক জিহান সানজিদা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নুরুল করিম ইরফান।

মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান, গত ১৪ জুন চট্টগ্রামে বিএনপির তারুন্যেরে সমাবেশ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। জুনিয়র দুই ছাত্রদল কর্মীর সহায়তায় সিএনজি যোগে যাওয়ার পথে সাহজী বাজারে ছাত্রলীগ কর্মীরা তাদের পথ রোধ করে। তাকে গভীর রাত পর্যন্ত প্রথমে সিএনজিতে ও পরে পরিত্যক্ত ঘরে আটকে রেখে নুসরাতের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। মেয়েটি বার বার বাঁচার জন্য থানা পুলিশকে ফোন দিলেও জোরারগঞ্জ থানা পুলিশ কোন সহযোগিতা করেনি। পরে ছাত্রলীগের কর্মীরা তাকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করে। থানার অফিসার ইনচার্জের সামনে এই লোমহর্ষক ঘটনার বিবরণ দিলেও পুলিশ মিথ্যা বিস্ফোরক মামলায় নুসরাতকে জেল হাজতে প্রেরণ করেছে। অবশেষে মঙ্গলবার সে ওই মামলায় জামিন পেয়েছে।

জানা গেছে, ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে তার মুক্তির দাবীবে কর্মসূচি পালন করা হয়।

আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নুরুল করিম ইরফান জানান, সোমবার আদালতে নাদিয়া নুসরাতের জামিন আবেদন করেছিলাম। বিচারক আজ (মঙ্গলবার) আসামীর উপস্থিতিতে শুনানীর দিন ধার্য্য করেন। আজ শুনানী শেষে বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। তিনি আরো বলেন, জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পাঠানো হয়েছে। আজ অথবা কাল সে কারাগার থেকে বের হবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*