
নিজস্ব প্রতিনিধি
এবারের জেএসসি ও পিইসি পরীক্ষার ফলাফলে শতভাগ সফলতা অর্জন করেছে মিরসরাই উপজেলার করেরহাট এন.বি. শিশু একাডেমী। পিইসি পরীক্ষায় ৩৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ১৪জন শিক্ষার্থী। জেএসসি পরীক্ষায় ১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই সবাই কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী।
জানা গেছে, মিরসরাই উপজেলার উত্তরাঞ্চলে অবস্থিত করেরহাট এন.বি.শিশু একাডেমী প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে। শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান ও স্কুল কমিটির আন্তরিকতার সাথে তদারকির তারণে এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
ভবিষ্যত এই প্রতিষ্ঠান আরো ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদী প্রধান শিক্ষক।