জেএসসি-জেডিসির ফল প্রকাশ ২৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক…
আগামী ২৯ ডিসেম্বর চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত ১ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়ে চলে ১৭ নভেম্বর পর্যন্ত।

 

এ বছর ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয়। জেএসসি ও জেডিসি উভয় পরীক্ষাতেই এবার ছাত্রের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি ছিল। পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৮৮ হাজার ৪০২ জন ছাত্রী এবং ১১ লাখ ২৪ হাজার ৩৭৩ জন ছাত্র ছিল।
এবার ২ হাজার ৭৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*