জোরারগঞ্জে মাছের পোনা ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই


নিজস্ব প্রতিেদক…
মিরসরাইয়ে এক মাছের পোনা ব্যবাসায়ীকে রাতে আঁধারে কুপিয়ে প্রায় লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইকারীর হাতে গুরুতর আহত কামরুল ইসলাম সোহেল নামে ওই ব্যবসায়ী গতকাল বুধবার পর্যন্ত আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ৩০ এপ্রিল রোববার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ফারুক নামে আরো একজন আহত হয়েছে। গত ২ মে ওই আহত ব্যবসায়ীর পিতা  মধ্যম সোনাপাহাড় গ্রামের মো ইলিয়াছ কোম্পানী বাদী হয়ে ১ জনকে আসামী করে জোরারগঞ্জ থানায় একটি মামলা (নং-৩) দায়ের করেন। এতে মো. ইব্রাহীম, রফিকুল আলম, আবদুল মান্নান, মঞ্জু খান, নুর হোসেনের নাম উল্লেখ করে ১০ জনকে আসামী করা হয়েছে।

আহত মো ফারুক জানান, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১১ টায় উপজেলার সদরমা দিঘী থেকে মাছের পোনা বিক্রি করে বাড়ি যাওয়ার প্রাক্কালে এ ঘটনা ঘটে। জোরারগঞ্জ বাজারের মাদ্রাসা গলি পর্যন্ত আসলে পূর্বে থেকে রাস্তার পাশে জঙ্গলে ওৎ পেতে থাকা ১০/১২ জন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তাদের এলোপাতাড়ি কোপানো হলে সে পালিয়ে বেঁচে যায়। কিন্তু কামরুল ইসলাম সোহেলকে কুপিয়ে নগদ ৮২ হাজার টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পর তার আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে সবাই চিনে ফেলে। কিন্তু এরা এলাকার সন্ত্রাসী বলে তাদের কিছুই করতে পারেনি। পরে কামরুলকে স্থানীয় মোস্তাননগর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। গতকাল বুধবার পর্যন্ত হাসপাতালে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তার মাথায় ও ঘাড়ে ছয়টি কোপ দেয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*