জোরারগঞ্জে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত, থানায় মামলা


নিজস্ব প্রতিবেদক…

মিরসরাইয়ের জোরারগঞ্জে মোহাম্মদ ইউসুফ নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে দুবৃর্ত্তরা। সে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের বাসিন্দা। সোমবার (৩০ জানুয়ারি) চিকিৎসা শেষে ১১ জন দুবৃর্ত্তের নাম উল্লেখপূর্বক জোরারগঞ্জ থানায় ওই মুক্তিযোদ্ধা বাদী হয়ে একটি মামলা (নং-১১৬/১৭) দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন, মিয়ন মেম্বার, মাঈন উদ্দিন টিটু, বদিউল আলম, সাইফুল ইসলাম, সোহেল, মঞ্জুর আলম, ইব্রাহীম রাজা, আলাউদ্দিন, নাসিম, আবদুল মান্নান, আবদুর রহমান।
মামলা সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মো. ইউসুফ জোরারগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গত ২৮ জানুয়ারী দুপুরে ওই ইউনিয়নের স্থানীয় বিষু মিয়ার হাট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ওই মুক্তিযোদ্ধাকে একা পেয়ে উল্লেখিত ব্যক্তিরাসহ ২৫/৩০ জন লোক ঝাপিয়ে পড়ে। এ সময় গাছের গুড়ি দিয়ে মুক্তিযোদ্ধাকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে ওই মুক্তিযোদ্ধা অজ্ঞান হয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। গতকাল সোমবার চিকিৎসা শেষে এদের নাম উল্লেখ করে থানায় মামলাটি দায়ের করেন মুক্তিযোদ্ধা নিজেই।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*