নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে ইউনিয়ন ব্যাংক লিঃ এর জোরারগঞ্জ শাখার শুভ উদ্বোধন হয়। প্রথমে দোয়া মোনাজাত ও পরে ফিতা কেটে উক্ত শাখার শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার ( ২৭ নভেম্বর ) সকাল ১১টায় এই উপলক্ষে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক এর সভাপতিত্বে ও জহির উদ্দিন এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ টেক্সটাইল কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ঈসমাইল মোল্লা, ব্যাংক এর উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাষ্টার রেজাউল করিম, জোরারগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া।
আরো বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট এরফানুল হক, সহকারি ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন শামীম, মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত করেন মাওলানা নূর খালেক নিজামী। সবশেষে ফিতা কেটে ইউনিয়ন ব্যাংক এর উক্ত শাখার উদ্বোধন করেন অতিথীবৃন্দ।
আলোচনায় বক্তব্যপ্রদানকালে অতিথীবৃন্দ বলেন মিরসরাই এর মতো সম্ভাবনায় অর্থনৈতিক অঞ্চলে আগামীদিনে এমন আধুনিক ব্যাংক এর যাত্রা শুরুর গুরুত্ব যথেষ্ট ইতিবাচক বলে মন্থব্য করেন। এছাড়া ইউনিয়ন ব্যাংক এর ইসলামিক বিভিন্ন প্রকল্প সম্পর্কে সকলে বহুমুখী ধারনা প্রদান করা হয়।