নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৭ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটায় মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ২টি ছুরি ও রোহার রড উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জোরারগঞ্জ ইউনিয়নের খীলমুরারী গ্রামের বেলাল হোসেন (২২), মধ্যম সোনাপাহাড় এলাকার মোঃ তারেক (২১), ফেনীর লেমুয়ার ওমর ফারুক(৩০), দক্ষিন খিলমুরারী গ্রামের মোঃ মফিজুর রহমান (২৮), খিলমুরারী গ্রামের রুবেল হোসেন(১৮), দক্ষিন সোনাপাহাড় এলাকার মোঃ রাজিবুল আলম প্রকাশ রাজিব(২৭) এবং খিলমুরারী গ্রামের মোঃ শাহীন উদ্দিন হাসান(১৮)।
জোরারগঞ্জ থানার জেষ্ঠ্যে উপ-পরিদর্শক আবেদ আলী জানান, শুক্রবার গভীর রাতে জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশ ধারালো অস্ত্রসহ ৭জনকে আটক করে । তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ৭জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা ছিলো বলেও জানান এসআই আবেদ আলী।