নিজস্ব প্রতিনিধি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মিরসরাইয়ের জোরারগঞ্জে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) বিকেলে জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী রীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন অপু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মজিবুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আমিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি রেজাউল করিম মাষ্টার তাঁর বক্তব্যে বলেন, কৈশোরকাল থেকেই বঙ্গবন্ধু মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে ছিলেন সোচ্চার। বাঙালির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি পালন করেছেন নেতৃত্বের ভূমিকা। কিন্তু ঘাতকেরা বঙ্গবন্ধুকে স্বপ্নের দেশ গড়তে দেয়নি। আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিরন্ময়ী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে। বর্তমানে উনার যোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সামগ্রীক উন্নয়নের অংশ হিসেবে মিরসরাই উপজেলায় আমাদের প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। আজ মিরসরাইয়ে গড়ে উঠছে এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগর। তাই নেতা-কর্মীদের আগামীতেও বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মিরসরাই’র আগামীর কর্ণধার মাহবুব রহমান রুহেল ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।
