জোরারগঞ্জ প্রতিনিধি
জোরারগঞ্জ দক্ষিণ প্রান্তের তাজমহল মসজিদের খতিব মাওলানা মুরতাজাল হাই আর নেই।
তিনি আজ সকাল সাড়ে ১১ টায় উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
শুক্রবার বাদ মাগরিব জোরারগঞ্জ ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি কর্মজীবনে জোরারগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার সুপার, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা, করেরহাট মাদ্রাসার সুপার হিসেবে দীর্ঘসময় দায়িত্বপালন করেন। এছাড়া সর্বশেষ তিনি জোরারগঞ্জ তাজমহল মসজিদের খতিব ছিলেন।