নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট বাজারে একটি দোকান থেকে চুরিকৃত ৩০ মোবাইল সেট সহ দুই চোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ আক্টোবর) চুরির সাথে জড়িত মোঃ সাইদুল ইসলাম প্রকাশ নয়ন(১৯) ও মোঃ রাকিব হোসেন (১৮) নামে দুইজনকে আটক করা হয়। আটককৃত দুজনের বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় টুইরাটিলা এলাকায়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩০ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ১৩ টি পুরাতন মোবাইল ফোন, একটি রবি কোম্পানীর ডিভাইস,৮ টি মেমোরিকার্ড,৪ টি ব্লুটুথ উদ্ধার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গত ১৭ অক্টোবর জোরারগঞ্জ থানার বাঁশখালী মুহুরী প্রজেক্ট বাজারে অবস্থিত রাজিব কুমার নাথের ব্যবসা প্রতিষ্ঠান অন্তরা টেলিকম বন্ধ করে যাওয়ার পর রাতে চুরি হয়। পরদিন সকালে এসে দোকান খুলতে গিয়ে দেখে তালা ভেঙ্গে নগত ২৫ হাজার টাকা, ৩০টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। ওই ঘটনায় ১৯ অক্টোবর অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। পরে বিভিন্ন সূত্র ধরে চুরির সাথে জড়িত দুইজনকে আটক করার পর তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।