জোরারগঞ্জে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মিরসরাই সার্কেল এএসপি মশিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ কমিউনিটি পুলিশের সভাপতি জহির উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্যাহ, চেয়ারম্যান নুরুল মোস্তফা, এসআই বিপুল নাথ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। যেকোনো অপরাধ দমনে জনতাই পুলিশকে সহযোগীতা করতে হবে। একসময় মানুষ পুলিশকে দেখলে ভয়ে বিহŸল হতো। পুলিশকে ঘৃণার চোখে দেখতো। এখন অবশ্যই পরিস্থিতি বদলেছে। জনতা পুলিশকে বন্ধু ভেবে বিভিন্ন সময়ে পুলিশের শরনাপন্ন হচ্ছে। এতে করে পুলিশ জনতার আরো বেশি কাছাকাছি যেতে পাচ্ছে বলেও মন্তব্য করেছেন বক্তারা।
ছবির ক্যাপসন ঃকমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জোরারগঞ্জ থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে র‌্যালীর একাংশ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*