টিউমারে আক্রান্ত মহি উদ্দিনকে ১ লক্ষ টাকা অনুদান দিল মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত

নিজস্ব প্রতিনিধিঃ

মিরসরাইয়ে পায়ে জায়ান্ট সেলস টিউমারে আক্রান্ত মহি উদ্দিনকে ১লক্ষ টাকা অনুদান দিয়েছে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (২১ জুলাই) ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে একই ইউনিয়নের নন্দীগ্রামের সোলায়মান মেম্বার বাড়ীর আব্দুল খালেকের পুত্র মহি উদ্দিনের হাতে অনুদানের টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত’র সহ-সভাপতি ও মিরসরাইয়ের মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত’র উপদেষ্টা জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শেখ নাসির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, সিনিয়র সদস্য জামাল উদ্দিন, সিনিয়র সদস্য ফজলুল করিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক তোয়ায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া,যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর প্রমুখ।

উল্লেখ্য, মহিউদ্দিন ২০১৫ সালের জুলাই মাস থেকে এই দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। নভেম্বর ২০১৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রথম অপারেশন এবং জুন ২০১৬ সালে রাজধানীর ধানমন্ডির গ্রীনল্যাব মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্বিতীয় অপারেশন হয়। ২ টা অপারেশনের পরও তার কোন শারিরিক উন্নতি হয়নি। চলতি বছরের গত ৩১ মে ভারতের চেন্নাই ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন থাকারপর অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। মহি উদ্দিন সুস্থ্য জীবন ফিরে পেতে ১২ লাখ টাকা চিকিৎসা ব্যয় হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*