ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষে মিরসরাই থানার উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি
ট্রাফিক পুলিশ সপ্তাহ পালন উপলক্ষে মিরসরাই থানার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী ব্যক্তিবর্গের কাছে সঠিক কাগজপত্র ও ফিটনেস থাকলে চালকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৯ আগস্ট) উক্ত কর্মসূচি কালীন সময়ে মহাসড়কের মিরসরাই থানার সামনে স্থাপিত উক্ত অস্থায়ী পরিদর্শন ট্রাফিক ক্যাম্পিং কালে কাগজপত্র ও ফিটনেস সঠিকভাবে পাওয়া গেলে চালকদের হেলমেট ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই সার্কেল এর ভারপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার জিয়া উদ্দিন, মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম, এসআই বিপুল, শাহ আলম, সার্জেন্ট কবির হোসেন সহ মিরসরাই থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

এদিকে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির ও হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান উপজেলার দুই থানা ও হাইওয়ে পুলিশের উদ্যোগে পৃথক পৃথকভাবে পালিত উক্ত কর্মসূচিতে গতকাল বৃহস্প্রতিবার পর্যন্ত ৪ দিনে প্রায় ৭ শত মামলা ও দেয়া হয়। উক্ত ট্রাফিক সপ্তাহ কর্মসূচি কালে মিরসরাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট এর শিক্ষার্থীগন ও পুলিশকে সহযোগিতা করছে বলে জানান ওসি সাইরুল ইসলাম।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*