দুর্বার’র উদ্যোগে ফ্রি অনলাইন কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার- প্রত্যন্ত গ্রামীণ জনপদের নাগরিকদের দৌরগোড়ায় সরকার কর্তৃক কোভিড ভ্যাকসিন সেবা পৌঁছে দিতে চালু করেছে ফ্রি অনলাইন ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ। ‘সবার জন্য কোভিড ভ্যাকসিন – বাদ যাবেনা কোন নাগরিক’ মূলত এ লক্ষ বাস্তবায়নে দুর্বার স্বেচ্ছাসেবীদের এ উদ্যোগ। মিঠানালা ইউনিয়নের মলিয়াইশে সংগঠনের নিজস্ব কার্যালয়ের সম্মুখে স্থাপন করা হয় এ অস্থায়ী ভ্যাকসিন রজিস্ট্রেশন বুথ। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ সেবা দিয়ে যাচ্ছে মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের মলিয়াইশ, তিনঘরিয়াটোলা, শেখটোলা, হাসিমনগর, বানাতলী, জেলেপাড়া, কুমারপাড়া, সুফিয়া, রহমানিয়া, দর্জিপাড়া ও উকিলটোলা গ্রামের জনসাধারণদের । বর্তমানে নিবন্ধনের আওতায় আসছে সরকার কতৃর্ক ঘোষিত শুধুমাত্র ৩৫ উর্ধ্ব নাগরিকরা। ক্রমান্বয়ে নিবন্ধনের সুযোগ স্বাপেক্ষে সবাই নিতে পারবে এ সেবা। ভ্যাকসিন নিতে আগ্রহীরা প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন সাথে নিয়ে আসছেন ভ্যাকসিন রেজিস্ট্রেশন পয়েন্টে। নিবন্ধন শেষে প্রত্যেককে দেয়া হচ্ছে ভ্যাকসিন নিবন্ধনের প্রিন্ট কপি। ইতোমধ্যে প্রায় অর্ধ সহ¯্রাধিক নাগরিক এ সেবা পেয়েছেন।

গত ১৫ জুলাই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ‘দুর্বার ফ্রি অনলাইন কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন’ কার্যক্রমের উদ্বোধন করেন নাট্যজন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রদীপ দেওয়ানজী, নজরুল গবেষক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন ও দুর্বার প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন। সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীব ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সার্বিক ত্বত্তাবধানে এবং স্বাস্থ্য – পরিবেশ সম্পাদক শাহ আরমান ফরহাদের পরিচালনায় ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন পয়েন্টে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন দুর্বার স্বেচ্ছাসেবী জাফর ইকবাল, নাঈমুল হাসান, আবদুল্লাহ আল মাহমুদ, আলী হায়দার চৌধুরী, সৈয়দ আবু হাসনাত, সাজিদ উল্লাহ, মো. আলাউদ্দিন, অমিত হাসান, মো. হাসান, শাহ ইফরাত চৌধুরী, জহির উদ্দিন, আজিজুল হাকিম, জুবায়েত আলম সাকিব, মনির হোসেন পাভেল, আসিফুল ইসলাম, শিমুল মজুমদার, ইমরুল হাসান পলিন, ইমন চৌধুরী, অন্তু কুমার পাল, নুরের নবী, মো. ইব্রাহিম, নাহিদুল ইসলাম রাফিন, জুবায়েত আলম সাকিব, মো. সাকিব, সজিব হোসেন, জোবায়ের আলম অপু ও ইফতেখার উদ্দিন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*