নিজস্ব প্রতিনিধি
দুর্বৃত্তের হামলায় আহত চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদ ইকবাল চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
বুধবার (১২ জুলাই) বিকেলে চিকিৎসার খোঁজ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান তিনি। এ সময় তিনি জাহেদ ইকবাল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে জাহেদ ইকবাল চৌধুরীর উপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান যুবলীগ নেতা এলিট।
আহত জাহেদ ইকবাল চৌধুরী উপজেলার ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত ১০ জুলাই রাতে উপজেলার খৈইয়াছড়া ঝর্ণা এলাকায় নিজ বাংলোতে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

এদিকে, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান রিয়াদের অসুস্থ দাদীকেও দেখতে চমেক হাসপাতালে যান যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। এসময় উনার সুস্বাস্থ্য কামনা করেন তিনি।