Close-up of fire and flames on a black background (Huge file)

ধুমে অগ্নিকাণ্ডে ১টি ঘর ভস্মীভূত, নগদ টাকা সহ ১৫ লাখ টাকার ক্ষতি

::নিজস্ব প্রতিনিধি::

ধুমে অগ্নিকান্ডে ১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১০ সেপ্টেম্বর)
সোমবার বেলা অনুমানিক ২টার সময় ধুম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
প্রবাসী সামছুল আলমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে মিরসরাই থেকে ফায়ার সার্ভিসের একটি দল ছুটে গেলেও তারা
ঘটনাস্থলে পৌছার আগেই উক্তঘর ভস্মীভূত হয়ে যায়।

ঘরের মালিক শামছুল আলম জানান, সোমবার বেলা অনুমান সোয়া ২টার সময় তিনি বাড়ীতে গিয়ে দেখতে পান ঘরের চার দিকে আগুনের লেলিহান শিখা। তার
স্ত্রী সকালে নিকটাত্মীয়ের বাড়ীতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান থাকায়
অগ্নিকাণ্ডের
ঘটনা কেউ টের পায়নি।

প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারনা
করা হলেও এখনো প্রকৃত কারন জানা
যায়নি।

৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
একেএম জাহাঙ্গীর ভুঁইয়া ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*