নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের ধুম ব্যবসায়ী বারইয়ারহাট কল্যান সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। রবিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার চিনকিরহাট চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ দিদারুল আলম।
সমিতির কার্যকরী সদস্য মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আলী হায়দার টিপু, সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাদেক, মাওলানা আবু ইউসুফ, জিএস রুহুল আমিন, জাফর আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মোঃ রেদোয়ান, সদস্য সিরাজুল ইসলাম, সাইফুল আলম শাহীন, মোঃ ইউসুফ, সোহেল রানা লিটনসহ সমিতির সদস্য বৃন্দ।
প্রথম পর্ব শেষে ২য় পর্বে সর্বস্মতিক্রমে মোঃ দিদারুল আলমকে সভাপতি, মোঃ শামসুদ্দিনকে সাধারণ সম্পাদক ও শাহাদাত হোসেন সাদেককে অর্থ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।