
মিরসরাই প্রতিনিধি
বেসরকারিভাবে নির্বাচিত মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিনকে সংর্বধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত বন্ধু ফোরাম। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বারইয়ারহাটে সংগঠনের নিজ কার্য্যালয়ে এই সংর্বধনা দেয়া হয়।
আলোকিত বন্ধু ফোরামের সভাপতি আবু নাছের রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ইমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল ভূইয়া প্রমুখ। উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন সুমন, মোশাররফ হোসেন, ছাত্রলীগ নেতা মুক্তার হোসেন, সংগঠনের সহ-সভাপতি মো. রিয়াজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মহিনুল হক মাহিন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, অর্থ-সম্পাদক মো. আব্দুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক কাজী বেলাল হোসেন, যুব ওক্রীড়া সম্পাদক কেপায়েত উল্লাহ ভূইয়া, দপ্তর সম্পাদক ওমর ফারুক, সদস্য মো. শাহজাহান, মো. শাহ আলম, মো. মামুন, আলা উদ্দিন, এয়াছিন প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন বলেন, সামাজিক সংগঠনগুলোর অনেক দায়িত্ব। নিষ্ঠার সাথে সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব পালন করতে হবে। আমাকে শুধু সংর্বধনা দিলে চলবে না। দায়িত্ব নেয়ার পর উপজেলা সুন্দরভাবে সাজাতে সাহায্য করতে হবে।