নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে বড়তাকিয়া চক্ষু হাসপাতালের মালিক মো.জসীম উদ্দিন (৪৮) এর বিরুদ্ধে এক নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই নার্স মিরসরাই থানায় হাসপাতালের মালিক মো.জসীম উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিয়ে মামলা হয়। পরে পুলিশ মো.জসীম উদ্দিনকে আটক করে জেল হাজতে পাঠায়।
গ্রেফতারকৃত জসীম উদ্দিন লক্ষীপুর সদরের পূর্ব চরশাহী আকামিয়া হাজ¦ী বাড়ির মৃত মো. শরীফ উল্লাহ’র পুত্র।
বড়তাকিয়া চক্ষু হাসপাতালের ওই নার্স মামলায় অভিযোগ করেন, হাসপাতালের মালিক ও চিকিৎসক মোঃ জসীম উদ্দিন গত ৬ আগস্ট তাকে মালিকের কক্ষে ডেকে পাঠান। এসময় হাসপাতাল প্রায় লোকজন শূন্য ছিল। তিনি মালিকের কক্ষে গেলে জসীম উদ্দিন হঠাৎ কক্ষের দরজা বন্ধ করে দিয়ে জোরপূর্বক তাকে চুমু দেয় এবং শ্লীলতাহানি করে। সে কক্ষে থেকে দৌড়ে বের হয়ে বিষয়টি তার খালাতো ভাই নুর হাসান ও তার প্রতিবেশী মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিমকে জানান। ঘটনার পর হাসপাতালের মালিক মোঃ জসীম উদ্দিন হাসপাতাল থেকে চট্টগ্রাম শহরে চলে যাওয়ার পর পুনরায় গত শনিবার (১৩আগস্ট) হাসপাতালে আসে। জসীম উদ্দিন হাসপাতালে আসার খবর পেয়ে নার্সের খালাতো ভাই নুর হাসান, মাসুদ করিমসহ কয়েকজন গিয়ে মোঃ জসীম উদ্দিনের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করে। কিন্তু সমাধানের ব্যর্থ হলে তারা ওই নার্সকে আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দেয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, বড়তাকিয়া চক্ষু হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ হাসপাতাল মালিক মোঃ জসীম উদ্দিনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনা নিয়ে দুই পক্ষই দুটি মামলা করেছে। দুটি অভিযোগই তদন্ত করে দেখা হচ্ছে।