::নিজস্ব প্রতিনিধি::
মিরসরাইয়ে সাড়ে ১২ হাজার ইয়াবা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ১০ সেপ্টেম্বর রাত ১ টায় উপজেলার ইছামতি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
র্যাব-৭ এর স্কোয়ার্ডন লিডার সাফায়েত জামিল ফাহিম জানান, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে। পরে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন ইছামতি গ্রামস্থ মোটর গাড়ির চাকা সারাই এর দোকানের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার উপরে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় এস আলম (যাহার রেজিঃ নং-চট্ট মেট্রো-ব-১১-০৭৩৭) একটি বাসকে তল্লাশির জন্য সংকেত দিলে বাসের ড্রাইভার র্যাবের চেকপোস্টের সামনে এসে থেমে যায়।
তাৎক্ষনিক র্যাব সদস্যরা গাড়ি এবং যাত্রী তল্লাশি শুরু করলে বাসের ভিতর থেকে ৩ যাত্রী ব্যক্তি বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে মুন্সিগঞ্জের লৌহজং থানার মৌছা মান্দ্রা (কাজির পাগলা) গ্রামের ইমান আলীর পুত্র মোঃ সৈকত (২৫), মৃত রজব আলীর পুত্র মো. সোহাগ (৩৫), মো. আবুল কালামের পুত্র মো. ইমরান (২৪)। পরবর্তীতে আটককৃত আসামীদের দেহ এবং হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১২,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬১ লক্ষ ৫১ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।