নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় চৌধুরী ম্যানসনে আত্মঘাতি বোমা বিস্ফোরণে নিহত দুই জঙ্গির পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের প্রস্তুতি চলছে। শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় এই বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক কর্মকর্তা মুক্তার হোসেন।
তিনি বলেন, লাশগুলোর পরিচয় সনাক্ত না হওয়ায় চট্টগ্রামে আঞ্জুমানে মুফিদুল ইসলামে দাফন করার জন্য দিতে প্রস্তুতি চলছে। আমরা লাশ নিয়ে এখনো হাসপাতাল মর্গে রয়েছি। রাতের মধ্যে দাফন কাজ সম্পন্ন হবে।