
নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইবেন মিসরাইয়ের আলেম ওলামারা। আজ বুধবার ( ১৯ ডিসেম্বর) রাত ৯টায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিরসরাই উপজেলা সম্মিলিত ওলামা পরিষদের নেতৃবৃন্দ দেখা করে নৌকা প্রতীকের পক্ষে সমর্থন জানান।

তাঁরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে মাঠে প্রচারণা চালাবেন এবং গনসংযোগ করবেন। এছাড়া তারা আরও জানান মিরসরাইয়ের আলেম ওলামা সমাজকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করবেন।

ওইদিন সাক্ষাতে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, মিরসরাই সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জাকারিয়া খালেদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ্ নূরাণী, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামী, বালিয়াদি মাদ্রাসার অধ্যক্ষ আলী হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার সম্মিলিত ওলামা পরিষদের নেতৃবৃন্দরা।