পুরনো সুইংয়ে দারুণ ছন্দে মোস্তাফিজ


ক্রীড়া টাইমস…

ইনজুরির কারণে প্রায় পাঁচ মাস দলের বাইরে ছিলেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত কিছু ওভারের ম্যাচে ফিরলেও এরপর টেস্ট ম্যাচ খেলা হয়নি তার। এমনকি ভারত সিরিজেও খেলতে পারেনি তিনি। অবশ্য তার খেলার ধার যে আগের মতই আছে তা দেখিয়েছেন ঘরোয়া লিগে দুটি চার দিনের ম্যাচে।
শ্রীলঙ্কা সফরেরর শুরুতেই তিনি বোলিং করেছেন আড়ষ্টতা ছাড়াই দারুণ ছন্দে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে বাংলাদেশ ড্র করলেও সাদা জার্সিতে হতাশ করেননি মোস্তাফিজ। বলে ছিলো স্বাভাবিক গতি এবং পুরনো সেই সুইং।
মোরাতুয়ায় মোট চার স্পেলে বোলিংয়ে প্রথম স্পেলে চার ওভার বোলিং করেন তিনি। দ্বিতীয় স্পেলের বলে বাঁ-হাতি ওপেনার ব্যাটসম্যান চন্দ্রগুপ্তকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে উইকেট তুলে নেন। দ্বিতীয় সেশনে উইকেট শূন্য থাকলেও তৃতীয় সেশনে শিকার করেন বাঁ-হাতি ব্যাটসম্যান লিও ফ্রান্সিসকোর উইকেট।
দিনশেষে ১২ ওভার বোলিংয়ে চারটি মেডেনসহ ২৮ রানের বিনিময়ে ছিল দুটি উইকেট।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*