প্রচেষ্টা ছাত্র পরিষদ মিরসরাই’র ম্যাথ ফেস্টিভ্যাল’র ফরম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক

“জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আলোকিত মিরসরাই গড়া আমাদের অঙ্গীকার ”এই স্লোগানকে সামনে রেখে ২০১২ সাল থেকে কাজ করে যাচ্ছে মিরসরাই উপজেলার বৃহৎ শিক্ষাবান্ধব সামাজিক ছাত্র সংগঠন “প্রচেষ্টা ছাত্র পরিষদ মিরসরাই” প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রচেষ্টা ম্যাথ ফেস্টিভাল-২০১৭ ইং । এর আগে এপ্রিল মাসে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা অডিটোরিয়ামে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হয় প্রচেষ্টা ইন্টারনেট উৎসব। প্রচেষ্টার প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে গত ৩ নভেম্বর মিরসরাই পাইলট স্কুলে অনুষ্ঠিত হবে ম্যাথ ফেস্টিভাল। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে উপজেলার প্রতিটি স্কুলে এই ফরম পাওয়া যাবে। ম্যাথ ফেস্টিভাল টি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এর নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে, ১০০ নাম্বারের মধ্যে পাঠ্যবই ৭০ আর গণিত এর উপর সাধারণ জ্ঞানে থাকবে ৩০ নাম্বার পরীক্ষার্থীরা সময় পাবে দেড় ঘন্টা কোন ভুল উওর এর জন্য নেগেটিভ মার্কস কাটা যাবে না।

সংগঠনটির বর্তমান সভাপতি জাফর ইকবাল জানান “মিরসরাইয়ে উপজেলার বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে প্রচেষ্টা ছাত্র পরিষদ মিরসরাই সুনাম কুড়িয়েছে সংগঠনের ব্যতিক্রমী সব আয়োজনের মধ্য দিয়ে। আমরাই মিরসারইতে সবচেয়ে বড় পরিসরে সমগ্র উপজেলা জুড়ে সকল স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে ইন্টারনেট উৎসব আয়োজন করি। এবার আমরা ম্যাথ ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছি উপজেলা ব্যাপী এক্ষেত্রে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তাছাড়া প্রতিটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*