নিজস্ব প্রতিনিধি
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাই’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর ) দিনব্যাপী ‘বিজ্ঞান ও শ্রেণী ব্যবস্থাপনা’ বিষয়ে মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ গ্রহন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রজন্ম মিরসরাই’র উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের সভাপতি টিসিম গ্রæপ বাংলাদেশ লিঃ এর জেনারেল ম্যানেজার প্রজন্ম মিরসরাই’র পৃষ্ঠপোষক এস এম আবু সুফিয়ান। প্রজন্ম মিরসরাই’র সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, কেডিএস গার্মেন্টস’র সিএফও, প্রজন্ম মিরসরাই’র উপদেষ্টা কামরুল হাসান এফসিএ।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, কুমিল্লা সরকারী টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক (বিজ্ঞান) সামসুদ্দিন আহমেদ তালুকদার, কুমিল্লা সরকারী টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক (বিজ্ঞান) মোঃ হাফিজুর রহমান। প্রশিক্ষণ শেষে শিক্ষকদের সনদ প্রদান করা হয়।