প্রজন্ম মিরসরাই রত্নগর্ভা মা সম্মাননা, মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী, গুণীজন সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক

প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা ২০১৭ এর পুরস্কার বিতরণী, গুণীজন সংবর্ধনা ও রত্নগর্ভা মা সম্মাননা ২০১৮ অনুষ্ঠান গতকাল রোববার সকাল ৯টায় জোরারগঞ্জ জলসা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মান্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।


সংগঠনের সভাপতি রাজীব চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগে সভাপতি শেখ আতাউর রহমান, রত্নাগর্ভা মা সম্মাননা অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মহাকাব্যিক কাইয়ুম নিজামী, শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ক্লিপটন গ্রুপের পরিচালক ও সিইও, প্রজন্ম মিরসরাইয়ের পৃষ্ঠপোষক মহিউদ্দিন চৌধুরী উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, মিরসরাইয়ের ১৮ জন রত্নাগর্ভা মা নিরূপমা দত্ত,লেখিকা ফাহমিদা আমিন (মরণোত্তর),সাহানা আক্তার,আনোয়ারা বেগম, রাফিয়া খাতুন (মরণোত্তর),ফাতেমা বেগম (মরণোত্তর),জরিনা বেগম,সামসুন নাহার,হামিদা আক্তার,দিল আফরোজ বেগম,হোসনে আরা বেগম (মরণোত্তর),প্রতিভা রানী বড়ুয়া,বদরে জাহান, ফজিলাতুন্নেছা, ফুলজাহান বেগম,রৌশনারা বেগম (মরণোত্তর),ছকিনা বেগম, রশীদা খাতুন (মরণোত্তর) সম্মাননা দেওয়া হয়, ২জন গুণীজনকে নাট্যকলায় নাট্যকার শেখ শওকত ইকবাল চৌধুরীকে ও সাহিত্যে লেখক মাহমুদ নজরুলকে সংবর্ধনা দেওয়া হয় এছাড়া মেধাবৃত্তি পরীক্ষা ২০১৭ সেরা দুইজনকে কম্পিউটারসহ মোট ১০৩ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।


উক্ত অনুষ্ঠানে রত্নগর্ভা মায়ের সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন, কামরুল ইসলাম কর কমিশনার, রাশেদা আক্তার মুন্নি, ডা. এস এ ফারুক, ডা. মামুন ইবনে আমিন, অধ্যাক্ষ হাসান খান, অধ্যাপক সমিরণ বড়ুয়া, অধ্যাপক হায়দার হাসান চৌধুরী, শাহ নেওনাজ রবিন, বিপুল দত্ত, বদরুল আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. আলীম উল্যাহ, শহিদুল আলম মঞ্জু।


সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক ইউনুচ নুরী, পরিচালক আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি মামুনর রশীদ মামুন, যুগ্ন-সাধারণ সম্পাদক নপুর দাশ, সাংগঠনিক সম্পাদক রিপন দাশ, শাহাদাত রিপাত, অর্থ সম্পাদক রাহুল দাশ প্রমুখ

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*