
নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর (মিরসরাই অর্থনৈতিক অঞ্চল) এলাকায় দূর্ঘটনায় দুই নির্মান শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন ভোলার চরফ্যাশন থানার মোহাম্মদপুর গ্রামের চিটু কাজী ও একই এলাকার আইমন হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার মঘাদিয়ার সরকারটোলায় অর্থনৈতিক অঞ্চলের জন্য গ্যাস সঞ্চালন লাইনে কাজ করছিলেন ওই শ্রমিকরা। এসময় পাইপ লাইনের জন্য নির্ধারিত রুটের গাছ কাটার সময় সড়কের পাশে আগে থেকে রাখা পাইপের নিছে চাপা পড়ে ওই দুই শ্রমিক।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইমন হোসেনকে মৃত ঘোষনা করে। গুরুত্বর আহত চিটু কাজী নামের অপর শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
মিরসরাই থানার উপ-পরিদর্শক জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।