বাঁচতে চায় চবি ২৮ তম ব্যাচের ছাত্রী মুনমুন আক্তার পপি

নিজস্ব প্রতিবেদক

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের রাষ্ট্র বিজ্ঞানের (অনার্স-মাষ্টার্স) ২৮ তম ব্যাচের শিক্ষার্থী মুনমুন আক্তার পপি বাঁচতে চায়। মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট গাছবাড়িয়ার মরহুম এনামুল হকের কন্যা। চট্টগ্রাম অপর্ণাচরণ মহিলা কলেজের সাবেক এই শিক্ষার্থীর ব্রেইনসহ শারিরীক নানা সমস্যায় জর্জরিত। যার ফলে তার হাত-পা ক্রমান্বয়ে অচল হয়ে আসছে। টাকা পয়সার অভাবে নিজ কুটিরে যন্ত্রনায় দিন কাটছে বৃদ্ধা মা সহ এই শিক্ষার্থীর। পিতৃহীন,স্বামী পরিত্যক্ত পপি সমাজের বিত্তবানদের কাছ থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনি বলেন, দেশের মানুষ যদি একটি টাকা করে সাহায্য করেন তাহলে সে এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সেবা শুরু করতে পারেন। তিনি মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকলের কাছে সাহায্যের বিনীত অনুরোধ করেন। তার হিসাব নং-মুনমুন আক্তার ১০২.১০১.১৬৬৮৪৭, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ, আগ্রাবাদ শাখা , চট্টগ্রাম।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*