বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট পরিসংখ্যান

ক্রীড়া ডেস্ক…

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পূর্ব প্রস্তুতি হিসেবে টাইগাররা এখন অস্ট্রেলিয়ায়। ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে টাইগাররা যাবে নিউজিল্যান্ডে। ২৬ নভেম্বর একদিনের সিরিজ দিয়ে সফর শুরু হবে বাংলাদেশের। সাদা পোশাকে টাইগারদের লড়াই শুরু ১২ জানুয়ারি থেকে।
এক নজরে দেখে নিন টেস্টে বাংলাদেশ-নিউজিল্যান্ড পরিসংখ্যান :
মোট ম্যাচ : ১১টি
জয় : বাংলাদেশ- ০, নিউজিল্যান্ড-৮
ড্র : তিনটি
দলীয় সর্বোচ্চ সংগ্রহ : ৫০১ রান (বাংলাদেশ), ৫৫৩/৭ (ডি) (নিউজিল্যান্ড)
দলীয় সর্বনিম্ন সংগ্রহ : ১০৮ রান (বাংলাদেশ), ১৭১ রান ( নিউজিল্যান্ড)
ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ : ৫৩৬ রান (তামিম ইকবাল), ৫৫৮ রান (ব্রেন্ডন ম্যাককালাম)
এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ : ১৮১ রান (মুমিনুল হক), ২০২ (স্টিফেন ফ্লেমিং)
বেশি সেঞ্চুরি : ২টি (মুমিনুল হক, ব্রেন্ডন ম্যাককলাম)
বেশি হাফ সেঞ্চুরি : ৫টি (তামিম ইকবাল), ৩টি (কেন উইলিয়ামসন)
সর্বোচ্চ উইকেট : ২০টি (সাকিব আল হাসান), ৫১ টি (ড্যানিয়েল ভেট্রোরি)
বেস্ট বোলিং ফিগার : ৭/৩৬ (সাকিব আল হাসান), ৭/৫৩ (ক্রিস কেয়ার্নস)
সর্বোচ্চ ডিসমিসাল : ১৪টি ( মুশফিকুর রহিম), ২৮টি (ব্রেন্ডন ম্যাককলাম)

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*