
AFP_KC7I9
ক্রীড়া টাইমস…
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৮৯ রান সংগ্রহ করেছে সফরকারী বাংলাদেশ।
দলের পক্ষে সৌম্য সরকার ৮৬ ও সাকিব আল হাসান ৫৯ রান সংগ্রহ করেছেন।
শেষ বেলায় নুরুল হাসান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বেশিদূর এগোতে পারেননি।
প্রথম টেস্টে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়েন অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার ইমরুল কায়েস এবং মুমিনুল হক। অভিষিক্ত দুজনের সঙ্গে একাদশে ফিরেছেন রুবেল হোসেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেটের ব্যবধানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।