
নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট বাজারের আল নূর মার্কেটে এজেন্ট শিল্পনীড় আর্ট এন্ড প্রিন্টিং এর উদ্যোগে ব্যাংকিং আউটলেট শাখাটি উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অফিসার মোঃ সাইফুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনের জোন প্রধান মোঃ নাইয়ার আজম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই শাখার এফএভিপি ও প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ, ব্যবসায়ী হাজী আবুল বাশার, এজেন্ট ব্যাংকিং জোরারগঞ্জ আউটলেট শাখার এজেন্ট ইনচার্জ মোঃ সানাউল্ল্যাহ, এজেন্ট ব্যাংকিং বামনসুন্দর দারোগারহাট আউটলেট শাখার এজেন্ট ইনচার্জ মোঃ নাহিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন,

মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, সমাজ সেবক ইঞ্জিনিয়ার নুর হোসেন, উদ্যোক্তা এ্যাডভোকেট জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, মীর হোসেন, পারভেজ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্বোধন করেন।
