বারইয়ারহাটে ঝরণা ফার্মেসীর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) সকালে এই উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।বারইয়ারহাট পুরাতন সড়কে আবুল খায়ের শপিং সেন্টারের নিচতলায় স্থাপতি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুক, বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ভিপি, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন,বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, বৃহত্তর ফেনী নদী বালু ব্যবসায়ী সমিতির সভাপতি সোনা মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, বারইয়ারহাট জেনারেল হাসপাতালের এমডি মোঃ কামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন, বারইয়ারহাট মেডিকেল সেন্টারের পরিচালক মোঃ ফরিদ, করেরহাট উদয়ন ক্লাবের সহ-সভাপতি আমিনুল হক আমিন সহ রাজনৈতিক,ওয়ার্ড কাউন্সিলর, ইউপি সদস্যবৃন্দ, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী হাজ্বী মহসিন আলী আগত অতিথিদের সাথে কুশল বিরনময় করেন।