
নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুর রফিক (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছে। রবিবার (৬ জানুয়ারি) বারইয়ারহাট পৌরসভার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রফিক নেয়ায়াখালী জেলার সুধারামপুর থানার মৃত জয়দুল মিয়ার ছেলে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আজিজুল হক জানান, আব্দুর রফিক খাগড়াছড়ি থেকে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট নামেন। এসময় রেলগেইট পার হওয়ার সময় একটি চলন্ত ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হয়।

প্রসঙ্গত, গত দেড় বছরে বারইয়ারহাট পৌরসভার রেলগেট ও আশপাশে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে প্রায় ১০ জন নিহত হয়েছে।