বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের উপর ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চিনকি আস্তানা রেল স্টেশনের উত্তরে বারইয়ারহাট মাছের আড়ত সংলগ্ন লাইনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার সময় আবদুস সালাম (৭০) নামের ওই ব্যক্তি রেললাইনে বসা ছিলেন। এসময় ঢাকাগামী একটি ট্রেন আসলেও তিনি সরতে না পারায় মুহুর্তের মধ্যে কাটা পড়ে তিনি মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশ উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যায়। নিহত আবদুস সালাম ময়মনসিংহ জেলার কাতালের চর এলাকার বাসিন্দা। তিনি চিনকি আস্তানা স্টেশন এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সেখানে তিনি কৃষি কাজ করতেন।
চিনকি আস্তানা রেল স্টেশনের স্টেশন মাষ্টার শরিফুল ইসলাম জানান, এই বিষয়ে এখনো আমি আমি কিছু জানি না। আমি খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করছি।

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের উপর ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চিনকি আস্তানা রেল স্টেশনের উত্তরে বারইয়ারহাট মাছের আড়ত সংলগ্ন লাইনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার সময় আবদুস সালাম (৭০) নামের ওই ব্যক্তি রেললাইনে বসা ছিলেন। এসময় ঢাকাগামী একটি ট্রেন আসলেও তিনি সরতে না পারায় মুহুর্তের মধ্যে কাটা পড়ে তিনি মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশ উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যায়। নিহত আবদুস সালাম ময়মনসিংহ জেলার কাতালের চর এলাকার বাসিন্দা। তিনি চিনকি আস্তানা স্টেশন এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সেখানে তিনি কৃষি কাজ করতেন।
চিনকি আস্তানা রেল স্টেশনের স্টেশন মাষ্টার শরিফুল ইসলাম জানান, এই বিষয়ে এখনো আমি আমি কিছু জানি না। আমি খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করছি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*