বারইয়ারহাটে নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক




মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাইক্রো ষ্ট্যান্ডে জুঁয়া খেলার সময় ৭ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই সার্কেল এ. এস. পি লাবিব আব্দুল্লাহ এর নেতৃত্বে পৌরসভার মাইক্রো ষ্ট্যান্ডের গণশৌচাগারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উওর সোনাপাহাড় ২ নং ওয়ার্ডের রবিউল হোসেন ও জয়নাল আবেদীন। জামালপুর ৭ নং ওয়ার্ডের নুর নবী, জামালপুর ৫ নং ওয়ার্ডের আবদুল মোতালেব ও কামাল উদ্দিনন। সাহেরখালী ইউনিয়নের শাখাওয়াত হোসেন। মেহেদীনগর ৬ নং ওয়ার্ডের নুরুল আফছার। আসামীদের জুঁয়া খেলার নগদ ৪৮৪৪ টাকা এবং ২ বান্ডিল তাস সহ আটক করা হয়।
এ বিষয়ে মিরসরাই সার্কেল এএসপি লাবিব আব্দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার একটি টিম সহ আমরা বারইয়ারহাট পৌরসভা মাইক্রো ষ্ট্যান্ডে অভিযান দিয়ে ৭ জন জুঁয়াড়িকে আটক করে আদালতে সোপর্দ করি। আগামীতেও মাদক ও জুঁয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*