নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে ব্র্যাক ব্যাংক আয়োজিত রেমিট্যান্স সুবিধাভোগীদের জন্য আর্থিক সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) উপজেলার বারইয়ারহাট এজেন্ট আউটলেট আয়োজিত রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইনে এপ্রিল মাসে সর্বোচ্চ একাউন্ট ক্রেডিটে রেমিট্যান্স গ্রহণ করে ১ম স্থান অর্জনকারি মঞ্জুরুল ইসলামের হাতে ১টি এসি তুলে দেওয়া হয়।
ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট মো. আশরাফ উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান শাহরিয়ার জামিল, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান মো. নাজমুল হাসান, এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম ডিভিশনের রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল হাসান, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, ব্র্যাক ব্যাংক সীতাকু- শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান, এসএমই ম্যানেজার আবদুর রাজ্জাক, এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম রিজিওনের টিম লিড কফিল উদ্দিন সহ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রেমিট্যান্স সুবিধাভোগী, গ্রাহক ও ব্র্যাক ব্যাংকের শুভাকাঙ্খীবৃন্দ।
