বারইয়ারহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে মিরসরাই উপজেলায়র বারইয়ারহাট বাজারের ১৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ২০মে (রবিবার) দুপুর ২টায় উপজেলার বারইয়ারহাট বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু,প্রশাসনিক সহকারী মোহাম্মদ আলী ও জামাল মোস্তফা সহ প্রমুখ।
উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তার অধিকার আইন ২০০৯ এর অধিনে বারইয়ারহাট বাজারের সুভাষ চন্দ্র সেন ষ্টোরকে দেড় হাজার টাকা, নিজাম উদ্দিন ষ্টোর এক টাকা, মিজান ষ্টোর এক হাজার টাকা, সমীর ষ্টোর এক হাজার টাকা, কাইয়ুম ষ্টোর পাঁচ হাজার টাকা, ইমরান ষ্টোর এক হাজার টাকা, বশির ব্রাদার্স (মূল্য তালিকানা থাকায়) এক হাজার টাকা, হাসান ষ্টোর পাঁচ হাজার টাকা, নাজিম ষ্টোর (মুরগী ব্যবসায়ি) তিন হাজার টাকা, জাসীম ষ্টোর (গরু মাংস ব্যবসায়ি) ৪৩ ধারায় পাঁচ হাজার টাকা, ফারুক কুলিং কর্ণার তিন হাজার টাকা, মো: মিয়া (ইফতারি ব্যবসায়ী) পাঁজ হাজার টাকা, মান্নান ষ্টোর আড়াই হাজার টাকা। উল্লেখিত ১৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিষ্ট্রেট। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো জানান পুরো রমজান মাসে এভাবে সকল বাজারে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*