বারইয়ারহাটে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ


নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের বারইয়ারহাটে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে বারইয়ারহাট পৌরসভার রেল গেইট সংলগ্ন প্রায় ১০টি অবৈধ উচ্ছেদ করা হয়। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা ইসরাত রেজার নেতৃত্বে এই অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় রেলওয়ের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী প্রকৌশলি মো. সাইফুল্লাহ, সীতাকুন্ড রেলওয়ে থানার উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন।
রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলি মো. সাইফুল্লাহ জানান, মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলগেইট এলাকায় দীর্ঘ দিন ধরে রেলওয়ের জমি দখল করে কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠে। ওই সকল অবৈধ স্থাপনার কোন প্রয়োজনীয় কাগজপত্র নেই। তাই বুধবার সকালে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু স্থাপনার প্রয়োজনীয় কাগজপত্র থাকায় সেগুলো উচ্ছেদ করা হয়নি।
সীতাকুন্ড রেলওয়ের থানার সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, যদি কোন ব্যক্তি পূণরায় স্থাপনা গড়ার চেষ্ঠা করে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*