বারইয়ারহাটে ২০ শয্যা বিশিষ্ট আল-নূর হাসপাতাল উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি:
আধুনিক চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ২০ শয্যা বিশিষ্ট আল-নূর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আল নূর ভবনে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. এসএ ফারুক।
মিরসরাই ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশানের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের উপস্থাপনায় ও সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. জামশেদ আলম, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, আল-নূর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, প্রশাসনিক পরিচালক বদরুল আলম জোসেফ, অর্থ পরিচালক একরামুল হক, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নিজাম উদ্দিন আনছারী, আল-নূর ভবনের স্বত্তাধিকারী নুর মোহাম্মদ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, ২টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার এর মাধ্যমে বিশেষজ্ঞ সার্জন দ্বারা ২৪ ঘন্টা অপারেশন, ভিডিও এ্যানডোসকপি, ভিডিও কলোনোসকপি, ৪-ডি আল্ট্রাসনোগ্রাফি, কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, ৫০০ এমএ ডিজিটাল এক্সরে সহ সব রকমের ডায়াগনস্টিক সুবিধা নিয়ে হাসপাতালে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার করবেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*