
নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ৯ টার সময় বারইয়ারহাট পৌরবাজারের অলংকার হোটেলের সামনে থেকে ইয়াবা বিক্রয়কালে তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ফারুক হোসেন জোরারগঞ্জ থানার ৪ নম্বর ধুম ইউনিয়নের মোবারকঘোনা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতির দুই মামলায় ওয়ারেন্ট ছিলো বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী জানান, শুক্রবার রাতে বারইয়ারহাটের অলংকার হোটেলের সামনে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় এসআই আলা উদ্দিনের নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশ ৫২ পিচ ইয়াবাসহ ফারুককে আটক করে। তার বিরুদ্ধে ডাকাতির অপরাধে ২ টি মামলা চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।