বারইয়ারহাট থেকে পৃথক অভিযানে ৬শ পিচ ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি

জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট বাসষ্ট্যান্ড ও থানার সাইনবোর্ডের সামনে থেকে ৬শ পিচ ইয়াবা সহ দুই পাচারকরীকে আটক করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) বিকেল ৫টা ও সন্ধ্যা ৬ টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নীলা নয়াপাড়া এলাকার আলী আহমদের পুত্র মোঃ ফারুক (২৫) ও সাতকানিয়া উপজেলার নয়া পাড়া এলাকার আমির হামজার পুত্র খোরশেদ আলম (২৫)।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, সোমবার বিকেল ৫টায় বারইয়ারহাট বাসষ্ট্যান্ড এর সামনে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তা থেকে ফারুককে আটক করা হয়। তার পরিহিত প্যান্টের বাম পকেট হইতে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে জোরারগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে (মামলা নং-২২) দায়ের করা হয়েছে।

একইদিন সন্ধ্যা ৬ টার সময় জোরারগঞ্জ থানার সাইন বোর্ডের সামনে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তা হতে খোরশেদকে গ্রেফতার করা হয়। তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে আরেকটি মামলা (মামলা নং-২৩) দায়ের করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*