বারইয়ারহাট নাজমা মোবাইল গার্ডেন থেকে চুরি যাওয়া ৫৪টি মোবাইল সেট সরঞ্জাম সহ আটক ১


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের জমিদার প্লাজার নাজমা মোবাইল গার্ডেন থেকে চুরি যাওয়া ৫৪টি মোবাইল সেট ও বিভিন্ন সরঞ্জাম সহ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৮ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয়। আটককৃত চোরের নাম মোঃ নাজমুল হক পলাশ (২৮)। সে জোরারগঞ্জ থানার ধুম এলাকার মৃত উবায়দুল হকের ছেলে।

 


জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী জানান, গত ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর যে কোন সময় বারইয়ারহাট জমিদার প্লাজার ২য় তলায় অবস্থিত নাজমা মোবাইল গার্ডেনে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে বিভিন্ন কোম্পানীর ৫৪টি মোবাইল,পেন ড্রাইভ সহ মোবাইল সামগ্রী ও নগদ টাকা চুরি হয়। ওই চুরির বিষয়ে দোকানের মালিক মোঃ নাজমুল আলম রনি বাদী হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের দায়ের করেন (নং-৩০,তারিখ-২৮/১০/২০১৮)। মামলার তদন্তকারী পি এস আই মোঃ আলমগীর হোসাইন মামলাটি তদন্তকালে ঘটনার সহিত জড়িত চোর মোঃ নাজমুল হক পলাশ (২৮) গ্রেপ্তার করেন। তাার স্বীকারোক্তি ও দেখানো মতে চোরাই যাওয়া ৫৪ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন ৯ টি পেন ড্রাইভ এবং নগদ ১০ হাজার টাকা তারিখ উদ্ধার করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*