বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র আবু তাহের ভূঁঞার ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র আবু তাহের ভূঁঞা (৬৫) রোববার (১৫অক্টোবর) দুপুর ১২টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল (ইন্নালিল্লাহি….রাজিউন) করেছেন। এর আগে গত বৃহস্পতিবার (১২অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন। এরপর উন্নত চিকিসিৎসার জন্য তাকে ঢাকার এ্যাপোলো হাসাপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে আবু তাহের ভুঁঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর মেয়রের দায়িত্ব ছাড়াও বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন। (সোমবার ১৬ অক্টোবর) সকাল ১১ টায় মরহুমের প্রথম জানাযা বারইয়ারহাট ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পৌর মেয়র আবু তাহের ভূঁঞার মৃত্যুতে মিরসরাইয়ে সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠন গভীয় শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*