মিরসরাই প্রতিনিধি
আধুনিক ও উন্নত কারিকুলামে প্রতিষ্ঠিত বারইয়ারহাট মডার্ন হিফয মাদরাসায় ছবক প্রদান, হাফেজ হওয়া ছাত্রদের পাগড়ি ও সনদ এবং ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ( ১৬ সেপ্টেম্বর) সকালে মাদরাসা মিলনায়তনে মাদরাসার ২বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। মাওলানা মুখতার আহমেদের সভাপতিত্বে ও বারইয়ারহাট মডার্ন হিফয মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কাজী মোঃ মুনছুর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী। আরো উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা মসজিদের খতিব মাওলানা আবু বকর,

হাদি ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা এইচ এম নুরুন নবী, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ইকরাম খান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ হাসান, এডভোকেট রাহাত ভূঁইয়া, মাওলানা কামরুল হায়দার, জয়নাল আবেদীন চৌধুরী রেদোয়ানুল হক, মুসলিম উদ্দিন, শেখ ফরিদ, মাঈন উদ্দীন প্রমুখ।
আলোচনা সভা শেষে ছাত্রদের ছবক প্রদান ও হাফেজ ছাত্রদের পাগড়ি এবং সনদ দেওয়া হয়েছে।
