নিজস্ব প্রতিনিধি :::
মিরসরাই উপজেলার বারইহারহাটে মর্ডাণ হিফ্জ মাদরাসার সবক অনুষ্ঠান সম্পন্ন। সোমবার (১ আগস্ট) সকালে মাদরাসা প্রাঙ্গনে সবক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মুখতার আহমেদ।
ফেনী জজ কোর্টের শিক্ষানবীশ আইনজিবী শাহিদুল হামিদ রাহাত ভূইঁয়া সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি হবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় তরুণ বক্তা মাওলানা এম হাসিবুর রহমান।
মাদরাসা প্রতিষ্ঠাতা হাফেজ মনছুর আলমের সার্বিক তত্ত্ববধানে এসময় আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী, ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী, চট্টগ্রাম হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকারিয়া খালেদ, জোরারগঞ্জ থানা মসজিদের খতিব মাওলানা আবু বকর ছিদ্দিকী, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেস ইমাম মাওলানা আব্দুল মান্নান।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট মর্ডাণ হিফ্জ মাদরাসার প্রধান উপদেষ্টা মো. জয়নাল আবেদীন চৌধুরী, ফেনী শাহীন স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনটর মো. জাহেদ হোসাইন, জগন্নাথ সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক এটিএম গোলাম কিবরিয়া চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর অবসর প্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম পাটোয়ারী, শুভপুর আইডিয়াল একাডেমির শিক্ষক মো. কামরুল হায়দার ও সমাজ সেবক মো. ইকবাল হোসেন।
এতে উপস্থিত ছিলেন, মাওলানা হাসান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবু বকর, মাওলানা কফিলউদ্দিন, হাফেজ আরিফুল হাসান, হাফেজ ইরফান, ইকবাল হোসাইন, হাফেজ ফয়েজ উল্যাহসহ অভিভাবক বারইয়ারহাট পৌরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
